Saturday, December 6, 2014

কিছু কিছু মহিলা বিশ্বাস করেন স্বামীর নাম উচ্চারণ করলেই নাকি মহাপাপ হয় ।উকিল বাবু খুব মুশকিলে পড়লেন ।লেখা পড়াহীন বাদী রাইমনি বিশ্বাসকে বহু অনুরোধ করা সত্বেও কিছুতেই সে স্বামীর নাম মুখে আনল না ।এজলাস থমথমে ।উকিলবাবু তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন দ্যাখো মা তোমার স্বামীর সম্পত্তি পাওয়া নির্ভর করছে তোমার বলা সত্য কথা এবং তোমার স্বামীর নাম বলার উপর ।কারণ তুমি যে তা স্ত্রী তা কিন্তু তোমাকে বলতে হবে । তা যদি না বলো তাহলে তোমার পরলোকগত স্বামীর সব সম্পত্তি তোমার ভাগ্নে পেয়ে যাবে ।কারণ তুমি পুত্র সন্তানহীন নিঃসন্তান ।বিপদে পড়ল রাইমনি ।বাধ্য হয়ে ঘোমটা আরেকটু বেশী করে টেনে বলল তেবে উকিল বাবু আমি উদাহরণ দিয়ে বলছি ।উকিল বাবু বললেন হ্যা মা লক্ষ্মী বলো ।ওই যে গোরুর মলকে যা বলে ।ও গোবর ।রাই মনি বলল আর বলব না ওইটা তোমাদের পুরুষদের সবার কাছে আছে ।উকিল বাবুর কাছেও আছে জর্জ সাহেবের কাছেও আছে ।অনেকক্ষণ পর উকিল বাবু মাথা খাটিয়ে বললেন ও ধন ।গোবর আর ধন মিলে রাইমনির স্বামীর নাম হল গোবর্ধন ॥


No comments:

Post a Comment